ফিরে দেখা পরিষদ বার্তা সেপ্টেম্বর-২০০২ পাঁচ অধ্যাপককে দেশ ত্যাগের হুমকি ঐক্য পরিষদের নিন্দা

6

॥ পরিষদ বার্তা রিপোর্ট ॥ বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম সমন্বয় কমিটি তথাকথিত ইসলামিক সলিডারিটি বাংলাদেশ এর নামে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫ জন অধ্যাপককে অবিলম্বে দেশত্যাগের হুমকি প্রদানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অনতিবিলম্বে জাতীয় ঐক্যের স্বার্থে হুমকিদানসম্বলিত পত্রের উৎস খুঁজে বের করার জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের পাঁচ শিক্ষক ডঃ সরোজ কান্তি সিংহ হাজারী, ডঃ তাপসী ঘোষ, ডঃ বেনু দে, ডঃ দেবাশিষ পালিত ও অমলেন্দু নারায়ণ দাশের কাছে প্রেরিত পত্রে কথিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অবিলম্বে বিশ^বিদ্যালয় ও দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় জীবননাশের হুমকি দিয়ে বলা হয়েছে, প্রত্যেকের জন্যে একটি বুলেটই যথেষ্ট।

এ ধরনের হুমকির ফলে ধর্মীয় সংখ্যালঘু জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, অনতিবিলম্বে এই চিঠির উৎস খুঁজে বের করে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা না গেলে জনজীবনের নিরাপত্তা অধিকতর অনিশ্চিত হয়ে পড়বে। এ বিবৃতিতে এ ব্যাপারে দেশের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রমনা ব্যাক্তি ও শক্তি এবং মানবাধিকার সংগঠনসমূহকে সচেতনভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।