সকল ভাস্কর্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন

5

মানিকগঞ্জ থেকে সাধন সূত্রধর।। মুজিববর্ষে স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতার প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনার ধারক সংক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে সারাদেশব্যাপী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ হিন্দু  বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদ ও  উদীচী শিল্পীগোষ্ঠীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার  সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ -এর সভাপতিত্বে এবং সংগঠনের  সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সাখাওয়াত হোসেন খান এর সঞ্চালনায় মানববন্ধনের ঘোষণাপত্র ও দাবিনামা পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও সাবেক ঘিওর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি। বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সহ সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু  বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আশুতোষ রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ উর্মিলা রায়, মহিলা পরিষদ জেলা কমিটির নেত্রী নাজমুন নাহার নাজ, জাতীয় যুব জোট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান খান, সমাজকর্মী তাপস কর্মকার, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাবেক সভাপতি এম আর লিটন প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতির পিতার ভাস্কর্যসহ সকল ভাস্কর্য, স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সকল প্রকার প্রতিকৃতি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি করেন।