অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান

8

বিবিসি’র খবর, সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকায় একটি পাঁচতারা রিসোর্ট নির্মাণকে কেন্দ্র করে উচ্ছেদের আশঙ্কায় আন্দোলনে নামেন সেখানকার ম্রো জনগোষ্ঠীর মানুষ।

আর এর প্রেক্ষিতে ম্রো জনগোষ্ঠীর সুরক্ষার আহ্বান জানিয়ে বাংলাদেশের সরকারকে চিঠি পাঠিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ম্রো সম্প্রদায়ের অভিযোগ- সরকারি-বেসরকারি নানা সংস্থা পর্যটন বিকাশের নামে পাহাড়ে তাদের পৈতৃক ভূমি দখল করছে।

তবে রিসোর্ট নির্মাণকারী কর্তৃপক্ষের দাবি, বান্দরবান জেলা পরিষদের কাছ থেকে ইজারা নেয়া ২০ একর জমির কাছাকাছি কোনো জনবসতি নেই, ফলে সেখানকার অধিবাসীদের উচ্ছেদের কোন আশঙ্কা নেই।