তিস্তা নিয়ে কোনো চমক থাকবে না, বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

5

।। নিজস্ব বার্তা পরিবেশক।। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তিস্তা নিয়ে হঠাৎ করে কোনও চমক বা ম্যাজিক থাকবে না বলে তিনি মনে করেন। আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি  রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

তিস্তার সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনও ম্যাজিক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে, এটি আমরা মনে করি না। তবে যেটা হবে তিস্তাটা মোটামুটি তৈরি হয়ে আছে। আপনারা জানেন, এর চুক্তি সম্মত হয়ে আছে। কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনও বলেনি যে, এটি তারা সই করবে না। তারা বলছে, তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এটি ওই পর্যায়ে আছে। নতুন কোনও অগ্রগতি হয়নি।

তিনি বলেন, নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামি মাসে ভারতে যাবে এবং আলাপ করবে। বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভবত হতে পারে ১৭ ডিসেম্বর। এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের পররাষ্ট্র সচিব ভারতে যাবেন আগামি মাসে। তখন তারিখ ঠিক হবে।

চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং পররাষ্ট্র সচিবের সফরের সময়ে এটি ঠিক হবে জানিয়ে আবদুল মোমেন বলেন, এটির লক্ষ প্রধানত আমাদের সম্পর্ককে চাঙ্গা করা। ১৬ ডিসেম্বর যেমন আমাদের অর্জন, তেমনই ভারতেরও অর্জন।