শনিবারেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কবে থেকে বন্ধ হবে, ধারণা দিলেন শিক্ষামন্ত্রী

5

ডেস্ক রিপোর্ট।। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী সিদ্ধান্ত নয় তিনি আশা করছেন, আগামি পবিত্র ঈদুল আজহার পর শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি আর অব্যাহত রাখতে হবে না রোববার (১২ মে) সচিবালয়ে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন

গত পবিত্র ঈদুল ফিতরের পর তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয় পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষা মন্ত্রণালয় শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়

শনিবারেও ক্লাস অব্যাহত রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়টি কর্মদিবস ছুটির থাকার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, শনিবার আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো পাওয়ার চেষ্টা করছেন তারা তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় তারা নিয়ে এনসিটিবির সঙ্গে আলোচনা করছেন, অধিদপ্তরগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে শিক্ষকদেরও বিশ্রামের প্রয়োজন আছে, শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাওয়া যাচ্ছে কি না, সেটাও দেখার প্রয়োজন আছে

শিক্ষামন্ত্রী বলেন, অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন শ্রেণিকক্ষে পাঠদান করে অনেক বেশি শিখনফল অর্জন করা হবে, তা কিন্তু নয় এটি (শনিবারেও ক্লাস) একটি সাময়িক বিষয় তারা আশা করছেন, আগামি ঈদুল আজহার পরে এটি হয়তো অব্যাহত রাখতে করতে হবে না