ভারত শত্রু রাষ্ট্র হলে সালাহউদ্দিন এতদিন নিরাপদে কীভাবে, ফখরুলকে প্রশ্ন কাদেরের

4

ডেস্ক রিপোর্ট।। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে খুন হওয়ার ঘটনায়বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাইবলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বলেছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমন করে আছেন তাকে তো কেউ হত্যা করেননি তার জীবনে তো নিরাপত্তা বিঘিœ হয়নি, জীবনের কোনও হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধু রাষ্ট্রকে ?

বুধবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংস্কৃতিক উপকমিটিরসাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়সভায় তিনি এসব কথা বলেন

আনোয়ারুল আজিমের ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন দুই তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল তার পরিবারসহ কেউ জানে না চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয় 

তিনি বলেন, তাঁকে (আনোয়ারুল আজিম) যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে ওখানে যারা হত্যা করেছে পাঁচছয় জনের মতো, এর মধ্য পাঁচ জনই বাংলাদেশের এই ব্যাপারটা নিয়েযারে দেখতে নারি, তার চলন বাঁকা‘- এই ধরনের উক্তি করা সমীচীন না

সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা১০ আসনের সংসদ সদস্য নায়ক ফেরদৌস আহমেদ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুল ইসলাম প্রমুখ