খামেনির দ্বিতীয় পুত্র মোজতবাই হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা?

5

ডেস্ক রিপোর্ট।। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে রাইসির আকস্মিক মৃত্যুতে বিশ্ব ইরানের শোকে শামিল হলেও জল্পনাকল্পনা একেবারে তুঙ্গে 

বারবার আলোচনায় আসছে ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার বিষয়আশয় তবে এসব কিছুকে ছাপিয়ে এবার উদয় হয়েছে আরেক প্রশ্নের কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ অথবা সর্বোচ্চ নেতা? প্রশ্ন ঘুরছে বিশেষজ্ঞ মহলেও 

খামেনির পর সর্বোচ্চ পদে রাইসিই যাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছিল কিন্তু তার হঠাৎ মৃত্যু পালটে দিয়েছে অঙ্কের সমীকরণ বিশেষজ্ঞরা ধারণা করছেন, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিই হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা 

সোমবার দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, অনেক বিশ্লেষক বলেছেন, ৮৫ বছর বয়সি সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোজতবাকে প্রস্তুত করা হচ্ছে দীর্ঘদিন ধরেই মোজতবা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও বেড়েছে অনেকেই বলছেন, রাইসির মৃত্যুতে সহজ হয়ে উঠেছে মোজতবার পথ 

সাউথ ক্যারোলিনার ক্লেমসন ইউনিভার্সিটির অধ্যাপক আরাশ আজিজি বলেছেন, মানুষ যখন ২০০৯ সালে মোজতবাকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কথা বলতে শুরু করেছিল তখন আমি এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম কিন্তু সেই ধারণা আর নেই তবে এটা এখন খুব স্পষ্ট যে, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব 

অনেক আগে থেকেই ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের বেশ কিছু নেতাও প্রকাশ্যেই তাকে সমর্থন করতে শুরু করেন বলেও জানিয়েছেন আজিজি 

৫৫ বছর বয়সি মোজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র তিনি ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মোজতবার লালনপালন এবং কর্মজীবন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত 

তিনি অল্প বয়সে আইআরজিসিতে যোগদান করেন এবং ১৯৮০এর দশকে ইরানইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের পর তিনি বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় শিয়া বৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন এই প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থি গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে